সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট তুলে নেন। এরপর চার উইকেটে দলীয় ১১ রানে প্রথম সেশনের খেলা শেষে লাঞ্চ বিরতিতে যান সফরকারীরা।
এর আগে দ্বিতীয় দিনের ৫ উইকেট হাতে রেখে শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় দিন খেলতে নামেন মুশফিক ও মিরাজ। কিন্তু দ্রুতই ফিরে যান দুজন। আগের দিনের ১১ রানের সাথে মাত্র ৮ রান যোগ করে ফিরেন মুশফিক, আর ১৮ রানে মিরাজ।
পরে মাহমুদউল্লাহ কিছুটা প্রতিরোধ করলেও বাকিরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। ৩১ রান করেন মাহমুদউল্লাহ। এর সুবাধে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে মাত্র ১২৫ রানে।
ফলে প্রথম ইনিংসের ৭৮ রানের লিডের কল্যাণে সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান।
ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করলে তৃতীয় ওভারে সফরকারীদের ওপেনার পাওয়েলকে দলীয় ৫ রানে ফিরিয়ে প্রথম উদযাপনটা শুরু করেন সাকিব। এরপর পঞ্চম ওভারের পঞ্চম বলে হোপকে ফেরান তিনি। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে ব্রাইথওয়েট ও পঞ্চম বলে চেজকে ফেরান তাইজুল। তাদের শেষ তিন উইকেট দলীয় ১১ রানের মধ্যেই একে একে বিদায় নেন।
এদিন শুরুতে দেখা যায় উইকেট থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন স্পিনাররা। বল ব্যাপক টার্ন ও স্কিড করছে। মাঝে মধ্যে লাফিয়ে উঠছে, কখনও নিচু হয়ে যাচ্ছে। ব্যাটসম্যানদের টিকে থাকাই দায় হয়ে উঠেছে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১২৫